সজনে ফুলের পাতুরি – Sojne Fhuler Paturi
উপকরণঃ- সজনে ফুল (১৫০ গ্রাম), নারকেল বাটা (দেড় কাপ), কাঁচালঙ্কা বাটা ( ৬টি), সর্ষে বাটা (৩ টেবল চামচ), সর্ষের তেল (৬ টেবল চামচ), নুন (স্বাদ আনুযায়ী), চিনি (২টেবল চামচ), কলাপাতা (৪টি) (চৌকো করে কেটে নেওয়া), সুতো (বাঁধার জন্য প্রয়োজনমতো), হলুদ (১ চিমটি)।
প্রণালীঃ- সজনে ফুল ভাল করে ধুয়ে জল ঝারিয়ে রাখুন। একটুও যেন জল না থাকে । এবার একটা বাটিতে সজনে ফুল নিয়ে একে একে নুন, হলুদ, চিনি , সাদা আর কালো সর্ষে, সর্ষের তেল, লঙ্কা বাটা, নারকেল বাটা দিয়ে ভাল করে মিশিয়ে ২৫ মিনিট রাখুন। এবার কলাপাতায় একটু জল দিয়ে ভাপিয়ে নিন। ভাপানো কলাপাতা একটা পরিস্কার কাপড় দিয়ে মুছে নিন। যেন কোনও জল না থাকে। এবার একটা করে কলাপাত নিয়ে তাতে আগে থেকে করে রাখা সজনে ফুলের মিশ্রণ দিয়ে কলাপাতার চারপাশ ভাল করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার গ্যাসে একটা কড়াই বাসন। কড়াই একটু গরম হলে তাতে ৪ চামচ তেল দিন। তেল গরম হলে বেঁধে রাখা কলাপাতা দিয়ে উল্টেপাল্টে ভাল করে ভেজে নিন ।এবার কড়াই থেকে নামিয়ে নিন পাতুরিগুলো।