Read Time:33 Second
উপকরণ:- যে কোনও বড়ি (১০-১২টি), যে কোনও শাক, সর্ষের তেল, নুন, লঙ্কা গুঁড়ো।
প্রণালী:- বড়ি সামান্য তেল দিয়ে লাল করে সেঁকে নামিয়ে নিন। এবারে তাতে লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে পাতায় মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে সামান্য তেল দিয়ে এপিঠ ওপিঠ মুচমুচে করে ভেজে নিয়ে গুঁড়ো করে সর্ষের তেল মাখিয়ে ভাতের সঙ্গে পরিেশন করুন।