Murgir Gondhoraj Paturi | মুরগির গন্ধরাজ পাতুরি
উপকরণঃ- চিকেন কিমা (২৫০ গ্রাম), কুমড়ো পাতা (৪ টি), আদা কুচি (১০ গ্রাম), গন্ধরাজ লেবুর পাতা (সরু সরু করে কাটা), নুন- গোলমরিচ (আন্দাজমতো), গন্ধরাজ লেবুর রস (১০ মিলি), শুকনো লঙ্কা (২টি), কাঁচালঙ্কা বাটা (২০ গ্রাম), চিনি, সাদা তেল, (৩০ মিলি), কোকোনাট মিল্ক পাউডার (৫০ গ্রাম)।
প্রণালীঃ- নুন, গোলমরিচ, চিনি, আদা কুচি এবং লেবুর রস মাখিয়ে চিকেন কিমা ম্যারিনেট করে রাখুন। এবার ওতে দিন সবুজ থাই কারি বাটা (বা কাঁচালঙ্কা বাটা), অর্ধেক সাদা তেল আর কোকোনাট মিল্ক পাউডার। সবটা মেখে গোল গোল বলের মতো বানিয়ে তার থেকে হাতের সাহাজ্যে চৌকো আকারে পাতুরি গড়ে নিন। গরম জলে ভাল ভাবে কুমড়ো পাতা ধুয়ে নিয়ে প্রতিটা পাতুরি গড়ে নিন। গরম জলে ভাল ভাবে কুমড়ো পাতা ধুয়ে নিয়ে প্রতিতা পাতুরির মিশ্রণ একেকটা পাতায় মুড়ে বেঁধে হালকা আঁচে চাটুতে হালকা তেলে দিয়ে এপিঠ ওপিঠ করে নিলেই কেল্লা ফতে।