Echorer Muithya | এঁচড়ের মুইঠ্যা
উপকরণঃ- এঁচড় (৫০০ গ্রাম) (টুকরো করে অল্প নুন, তেল আর জল দিয়ে সেদ্ধ), মুসুর ডাল (১০০ গ্রাম), আদা (১০০গ্রাম), কাঁচালঙ্কা, জিরে গুঁড়ো (২ চামচ), ধনেপাতা (১ কাপ), জিরে বাটা (২ টেবল চামচ), টমেটো বাটা (১ কাপ), গরম মশলা গুঁড়ো- ছোট এলাচ (৪-৫টি), দারচিনি (অল্প), ঘি (২ টেবল চামচ), তেজপাতা (২ টি), জিরে (ফোঁড়নের জন্য) (অল্প), নুন, চিনি, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো।
প্রণালীঃ- মুসুর ডাল ঘণ্টা দুয়েক ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে বেটে নিন। সেদ্ধ এঁচড় ভাল করে চটকে তাতে ডাল বাটা, নুন, কাঁচালঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি আর অল্প চিনি দিয়ে আঁট করে মেখে নিন। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই মিশ্রণ থেকে মুঠো করে তুলে মুইঠ্যা আকার দিন। এরপর মুইঠ্যা ভেজে তুলে নিন। ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোঁড়ন দিয়ে তাতে একে একে আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা দিয়ে ভাল করে কষে নিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো আর স্বাধ মতো নুন-চিনি দিয়ে আর একটু কষে নিয়ে তাতে খানিকটা জল দিন।ঝোল ফুটতে দিন। কাঁচা মশলার গন্ধ ছলে গেলে এঁচড়ের মুইঠ্যাগুলো ঝোলর মধ্যে দিয়ে সেদ্ধ হয়তে দিন। সেদ্ধ হয়ে গেলে গাঢ় হলে তাতে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিন। গরম ভাত বা বাসন্তী পোলাওয়ের সঙ্গে এঁচড়ের মুইঠ্যা পরিবেশণ করুন।