Read Time:39 Second
দক্ষিণ কলকাতার পর এবার সল্টলেকে খুলে গেল ‘আউধ ১৫৯০’। ‘আওধি খাবারের স্বাদ থেকে এতো দিন উত্তর কলকাতার মানুষ বঞ্চিত ছিলেন। এবার তাদের নাগালের মধ্যেই এসে গেল লখনভি খানাখাজানা’- জানালেন কর্ণধার শিলাদিত্য চৌধুরী। এদিন ‘আউধ ১৫৯০’। নতুন এই আউটলেটে (সিডি ৮৬)এসে রান বিরিয়ানি, নেহারি খাস, আওধি হান্ডি বিরিয়ানিতে মজলেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী।