Read Time:49 Second
গত সপ্তাহে আমার ছোটবেলার বান্ধবী নন্দিতার নতুন ফ্ল্যাটে গেছিলাম। আমাকে ওর নতুন ফ্ল্যাটের ঘর-বারান্দা, আনাচ-কানাচ দেখতে দেখতে নন্দিতার তো আহ্লাদ উথলে পড়েছিল। কিন্তু রান্নাঘরে গিয়েই বেচারা মুখ কাঁচুমাচু করে বলল, ‘দেখ না রান্নাঘরে এত মাছি…’ বেচারা খুব লজ্জায় পড়ে গেছিল। তখন বাধ্য হয়েই ওকে বললাম, ‘চিন্তা করিস না, রান্নাবান্নার পর কিচেনের মাঝেতে নুন ছড়িয়ে রেখে, খানিক বাদে মুছে নিলেই মাছির আনাগোনা কমে যাবে।’