Read Time:59 Second
মেহুলির এসে বলল, বাবা আর মা ঘরে নেই। রুম বয় এই চিঠিটা দিল। অতি ছোটোতম চিঠি। ‘আমরা বেরুচ্ছি। তাড়াতাড়ি ফিরব। ইতি- বাবা, মা’। ছোট্ট সমুদ্র শহরের সবে ঘুম কাটছে। হোটেলের সামনের রাস্তাটা শুনশান ফাঁকা। কয়েকটা ষাঁড় কেবল ছড়িয়ে ছিটিয়ে শুয়ে। আধবোজা চোখে জাবর কাটছে। বিজু মহান্তির চা-জিভেগজার দোকানে সবে উনুন জ্বলেছে। নীল ধোঁয়ায় ভরে আছে চারপাশ। সেদিকে এক পলক তাকিয়েই বললাম, যাবে? সে এক মুহূর্তও ভাবল না। ‘কোথায় যাব?’ এটুকুও জিজ্ঞাসা না করেই সে বলল, পাঁচ মিনিট দাও চেঞ্জ করে নিই! কেবল ক্যামেরাটা নেব। আর একটা হ্যান্ড ব্যাগ।