Description
মূলত জষ্ঠি মাসে (এবারে আষাঢ় মাসে) জামাই মেয়েকে আমন্ত্রণ করে চর্ব-চষ্য-লেহ্য-পেয় খাইয়ে উপহার-উপঢৌকনে হাত ভরিয়ে আহ্লাদের নাম জামাইষষ্ঠী। পুরাণ-শাস্ত্র ঘেঁটে কবে এই উৎসবের উৎপত্তি সেসব জানাটা আজকের দিনে কি খুব জরুরি? তারচেয়ে বরং আপনার জামাই মেয়েকে ওই বিশেষ দিনে কী কী খাওয়াবেন তার সমাধান বাতলে দেওয়াটাই সমীচীন। জামাইয়ের জন্য জলখাবার, মধ্যাহ্নভোজ, নৈশভোজ-ফলাহারের আয়োজন করুন ইনোভেশনের ছোঁয়ায়। ওই দিনটাতে না হয় বাইরের, রেস্তোরাঁ বা টেক অ্যাওয়ের খাবার এড়িয়ে নিজের হাতেই রাঁধলেন। এছাড়াও অফিস ফেরত জামাই এলে, নাতি নাতনি এলে, ব্যস্ত জামাই সকালে বেরিয়ে যাবে, কী খেতে দেবেন থাকল প্রতিটা সমাধান। এবারের হ্যাংলার মলাট কাহিনির সঙ্গে তাল মিলিয়ে আপনার জামাইয়ের পাতও ভরে উঠুক ৫০ ব্যঞ্জনে।