Description
সাত সকালে স্কুলের গাড়ি হর্ন বাজায়। ছোট্ট রোহনকে তৈরি করে তার টিফিন বানিয়ে তাকে স্কুলের জন্য প্রস্তুত করার সময় নাভিশ্বাস উঠে যায় সোমার। একই অবস্থা হয় বোধহয় আপনারও। তার মধ্যে বাচ্চাদের টিফিন নিয়ে নানা বায়ানাক্কা তো রোজকার ব্যাপার। এটা খাবো না, ওটা না পসন্দ। বাড়িতে ভরা টিফিন বক্স ফিরিয়ে আনা। আপনিও এসবে অতিষ্ঠ তো? এবার মুশকিল আসান হ্যাংলার পাতায়। দুধ, ডিম, মাল্টিগ্রেনস, নুডলস, ব্রেড দিয়ে থাকছে ছোটদের টিফিনের রেসিপি। চটজলদি টিফিন বক্সের মুশকিল আসানও এবারের মলাট কাহিনির বিষয়।