Read Time:24 Second
আমার উল্টোদিকের ফ্ল্যাটের জয়াদি সেদিন জানতে চাইলেন পেঁয়াজ বাটার পর মিক্সি থেকে পেঁয়াজের গন্ধ দূর করবেন কীভাবে? বললাম, ‘জয়াদি পেঁয়াজ-রসুন বাটার পর মিক্সির ভেতর আলু ঘষে ভালভাবে ধুয়ে নিলেই গন্ধ চলে যাবে’।