Read Time:31 Second
আমার বান্ধবী মৌমিতার বাড়ির দুর্গাপুজোয় গেছি, আড্ডা দিচ্ছি আর লক্ষ্য করছি আমাদের আর এক বান্ধবী পারমিতার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। অনেকে নাক সিঁটকোলেও, ছেলেবেলার বন্ধুকে আমি টিপস দিয়েই ফেললাম, ‘পারু কমলালেবু চুষবি সময় পেলেই, দেখবি মুখের দুর্গন্ধ উধাও’।