Read Time:30 Second
গত রোববার আমার খুড়তুতো দেওর নব আমার বাড়ি লাঞ্চে এসে আমার কাটা পাতলা স্যালাড দেখে চোখ গোল গোল করে জিজ্ঞেস করল, ‘বৌদি এত পাতলা করে তো আমার বউ স্যালাড কাটতে পারে না, টিপস দাও।’ বললাম, ‘শোনো, যে ছুরি দিয়ে সবজি কাটবে সেটা খানিকক্ষণ গরম জলে ডুবিয়ে তারপর কেটো, দেখবে তুমিও পারবে’।