Read Time:26 Second
গত রোববার আমার মেজ ননদ নিবেদিতার বাড়ি গিয়ে দেখি ও আমার জন্য জলপাইয়ের আচার বানাচ্ছে ননস্টিক প্যানে। সঙ্গে সঙ্গে সাবধান করে দিলাম,’এই শোন, কখনও ননস্টিক প্যানে টক জিনিস রান্না করবি না, এতে ননস্টিক বাসনের কোটিং তাড়াতাড়ি উঠে যায়।’