Corn pakoda: কর্ন পকোড়া

0 0
Read Time:50 Second

বিকালে টি টাইমে কিছু মুচমুচে স্ন্যাক্স খেতে চাইছেন? বানিয়ে নিন কর্ন পকোড়া। দেখে নিন সামান্য কিছু উপকরণ তৈরী টেস্টি টেস্টি কর্ন পকোড়া।

উপকরণঃ- কর্নের দানা (দেড় কাপ), নুন (স্বাদ অনুযায়ী), ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি (আধ কাপ), বেসন (২-৩ চামচ), চালের গুঁড়ো (২-৩ চামচ), তেল (ভাজার জন্য)।
প্রণালীঃ- কর্নের দানা মিক্সিতে আধভাঙা করে নিন। তাতে তেল ছাড়া সমস্ত উপকরণ মিশিয়ে নিন। বড়ার আকারে গড়ে নিন। এবারে ডুবো তেলে ভেজে চাট মশলা ছড়িয়ে পরিবেশন করুন কর্ন পকোড়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %