উফ, এই চৈত্রর শেষে সুয্যিমামা যা টেম্পার নিচ্ছে, ভাবা যাচ্ছে না। পারদ এক্কেবারে উর্দ্ধমুখী। সানগ্লাস, ছাতা কোনওকিছুতেই যেন সিচুয়েশনটা ট্যাকেল করা যাচ্ছে না। ঘর থেকে বাইরে বেরোলেই ‘ব্রাইটনেস’ এত বেড়ে যাচ্ছে যে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। তাও কি রেহাই আছে? প্রাইভেট সেক্টরে তো আর কোনও সামার ভ্যাকেশন থাকে না। অগত্যা,