অতিথি দেব ভবঃ

4 Jan 2016 | Comments 0

 

যদি বলা যায় অতিথি দেব ভবঃ, তবে কি বেশি বলা হবে? বোধহয় না। বলছি জেন ওয়াই-এর হার্টথ্রব অভিনেতা দেব-এর কথা। সদ্য সদ্যই অভিনেতা-সাংসদ দেব দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে খুলে ফেলেছেন মাল্টিকুইজিন রেস্তোরাঁ ‘টলি টেলস’। মূলত ইন্ডিয়ান-চাইনিজ আর কন্টিনেন্টাল খাবারে টেস্ট বাড টিকল করতে পারেন এখানে এসে। সঙ্গে রয়েছে ককটেল-মকটেল-নরম পানীয়ের তরল আমেজও। চাঁদের পাহাড়, বুনোহাঁস, আরশিনগর, পাগলু, পরাণ যায় জ্বলিয়া রে-র সুপারস্টার তাঁর মনের গহিনে ছোট থেকেই একটা স্বপ্নকে লালন করেছেন পরম যত্নে-‘বাবার জন্য একটা রেস্তোরাঁ খোলা’। এতদিনে তা সম্ভব করতে পেরে ভীষণই খুশি দেব। প্রসঙ্গত উল্লেখ করতেই হচ্ছে, টলি টেলস-এ খেতে আসা প্রত্যেকের দিকে হাত নেড়ে মিষ্টি হেসে জানতে চাইছেন খাবারের গুণগত মান, কর্মীদের ব্যবহার, রেস্তোরাঁর ডেকর সম্বন্ধে। সত্যিই খুব টেস্টি এখানকার সব আইটেম। আর দামও ধরাছোঁয়ার মধ্যেই। টলি টেলস-এর অন্দরসজ্জাতেও রয়েছে পুরনো সিনেমার পোস্টার, স্টুডিওতে ব্যবহার্য আলো, রিক্সা, ক্যামেরা, গ্রামোফোনের নস্টালজিক ভাল লাগা। কোনও দেওয়ালে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল তো কোথাও উত্তম-সুচিত্রার রোমান্টিক অবস্থান। শুধু খাওয়াই নয়, আড্ডার জন্যও আদর্শ ‘দেবের রেস্তোরাঁ’। খাওয়া-আড্ডা আর টলিপাড়ার আবহের মাঝে মনে হতেই পারে এই বুঝি কেউ বলে উঠবে লাইট-ক্যামেরা-অ্যাকশন। অনেকটা সিনেমার মতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine