Read Time:26 Second
বাঙালির হ্যাংলামি চেনার প্রথম শর্তই হল মাছ। পাতে পছন্দের মাছ পেলে বাঙালি মঙ্গলগ্রহে হেঁটেও দেখাতে পারে। লিখতে পারে চাঁদের পিঠে প্রেমের কবিতা। এহেন তাবড় বাঙালির জন্য একটা গোটা মেছো কাব্য লিখে ফেলল হ্যাংলা। মৎস্যমুখ।