Read Time:45 Second
দরজায় কড়া নাড়ছে ভ্যালেন্টাইনস ডে। তারই পিছু পিছু বাসন্তী রঙের উষ্ণতায় জানলায় উঁকি দিচ্ছে বাঙালির চিরকেলে প্রেম পার্বণ সরস্বতী পুজো। আক্ষরিক অর্থেই ‘দরজায় জানলায় অবিরাম প্রেমের আঘাত’। প্রেম উৎসব হোক, বা সরস্বতী পুজো, মনের মানুষের সঙ্গে মোমের নরম আলোয়, পাতে থাকুক আপেল-স্ট্রবেরি আর গোলাপের ছোঁয়া। শুধু ১৪ পার্বণে নয়, বারোমাসের তেরো পার্বণে কী কী খাওয়াবেন প্রিয়জনকে রয়েছে সেই অঙ্গীকারও।