Read Time:32 Second
গত পরশু আমার ননদের মেয়ে মুমুর বাড়িতে ডিনারে গিয়ে খেতে বসেই মাথা গরম হয়ে গেল। পনিরে অ্যাত্তো নুন কেউ দেয়! না থাকতে পেরে বলেই ফেললাম,’মুমু এবার থেকে কোনও রান্নায় নুন বেশি দিয়ে ফেললে, সঙ্গে সঙ্গে ওর মধ্যে একটা খোসা ছাড়ানো আলু ফেলে ফুটিয়ে নিবি। আলুতে বাড়তি নুন টেনে নেবে।’ যত্ত সব!