Read Time:23 Second
সেদিন শখ করে চা বানাতে গিয়ে আমার কর্তা হাতে চা ফেলে “বাবা গো মা গো” বলে চিল চিৎকার জুড়ে দিয়েছিলেন। দেখলাম সত্যি হাতটা পুড়েছে। যাতে ফোস্কা না পড়ে তার জন্য ফ্রিজ থেকে বরফ বের করে ঘষে দিলাম পোড়া জায়গাতে।