Read Time:30 Second
নিচের ফ্ল্যাটের ঘোষ গিন্নি সেদিন বলছিল, ওনার মেয়ে নাকি প্রায়ই গ্যাসে দুধ ফুটতে দিয়ে টিভি দেখে, আর উথলে উঠে সব দুধ পড়ে যায়। শুনে কি আর চুপ করে থাকা যায়? বললাম,’মেয়েকে বোলো দুধ ফোটানোর আগে পাত্রের কানায় একটু মাখন লাগিয়ে দিতে, তাহলে আর দুধ উথলে পড়বে না।’