গিটস হ্যাংলা মেলা, বর্ষবরণ ১৪২৪

4 May 2017 | Comments 0

বছরের শুরুটাই হয় যদি আনলিমিটেড হ্যাংলামি দিয়ে তবে বাকি বছরটাও হয়ে যায় মঙ্গলময়। এই ভাবনা থেকেই রাসবিহারী অ্যাভিনিউ-এর ট্রায়াঙ্গুলার পার্কে ১৪ থেকে ১৬ এপ্রিল হয়ে গেল হয়ে গেল তিনদিন ব্যাপী খাদ্যমেলা ‘গিটস হ্যাংলা মেলা, বর্ষবরণ ১৪২৪’। নতুন বছরকে স্বাগত জানাবার এর থেকে ভাল উপায় বোধহয় হ্যাংলাদের জীবনে আর কিছুই হতে পারে না। তাই তো খাদ্যরসিকদের ঢল নেমেছিল এই মেলায়। চৈত্র সংক্রান্তির দুপুরে এই মেলার উদ্বোধনে হাজির ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, প্রাক্তন রনজি অধিনায়ক সম্বরণ ব্যানার্জি, কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য, শাস্ত্রীয় নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি ভট্টাচার্য, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেতা যীশু সেনগুপ্ত, অভিনেত্রী তনিমা সেন, সুদীপা চ্যাটার্জি এবং হ্যাংলার সম্পাদক অনিলাভ চট্টোপাধ্যায়। তিনদিনের এই খাদ্যমেলায় অংশগ্রহণ করেছিল—৬ বালিগঞ্জ প্লেস, ওনলি আলিবাবা, কোকাকোলা, খোয়াব, কে সি দাস, সূর্যকুমার মোদক, ট্যামারিন্ড, নুডল উডল, হাও চি, ফিয়েস্তা, আহার ক্যাটারিং সার্ভিস, কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিস, দম, ইস্টার্ন ক্যাটারার, শান্তনু’স ক্যাটারিং সার্ভিস, গো লেবানিজ, টি জংশন, আশা টি কোম্পানি, আফরা ডেলি, এন টু আইসক্রিম, প্যারামাউন্ট, আদি ল্যাংচা ভবন, তন্ময় পান, ডেভিল ইউ, দ্য শেফ এবং বাস্কিন রবিন্স-এর মতো নামকরা সংস্থা। পাশাপাশি ১১টা স্টল ছিল হ্যাংলার পাঠক ও গ্রাহকদের। মেলায় উজ্জ্বল উপস্থিত ছিল আমাদের টাইটেল স্পনসর ‘গিটস’-এর। বাঙালি খাবার, চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল, থাই—প্রায় সবরকমের কুইজিন ট্রাই করার সুযোগ ছিল এই মেলায়। গরমে তৃপ্তির জন্য আয়োজন ছিল আইসক্রিম আর শরবতেরও। তিনদিনের বিক্রির নিরিখে সেরা তিনের হাতে তুলে দেওয়া হল ট্রফিও।  সবচেয়ে বেশি বিক্রি করে প্রথম হয়েছে প্যারামাউন্ট এবং দ্বিতীয়, তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ইস্টার্ন ক্যাটারার এবং দ্য শেফ। হ্যাংলার পাঠক ও গ্রাহকদের মধ্যে বিক্রির নিরিখে সেরার সেরা হল মৌসুমী ভট্টাচার্যের ‘মাল্টি কুইজিন’। এই মেলার সমগ্র আয়োজনে ছিল গ্রেমাইন্ড পাবলিকেশন এবং টাইটেল স্পনসর ছিল গিটস। এছাড়াও ছিল ট্যুরিজম পার্টনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ইভেন্ট পার্টনার থ্রিএম এন্টারটেনমেন্ট, চ্যানেল পার্টনার সিটি ইভেন্টস, রেডিও পার্টনার ৯৮.৩ এফেম রেডিও মির্চি, আউটডোর পার্টনার ইডেন মিডিয়া, প্রিন্ট পার্টনার সংবাদ প্রতিদিন, ব্রডব্যান্ড পার্টনার ইন্ডিনেট, কুকারি শো পার্টনার জি-বাংলার রান্নাঘর, প্রিভিলেজ পার্টনার ক্যাশট্যাগ, ওয়েব পার্টনার www.hanglamagazine.com, প্রোমোশনাল পার্টনার পোস্ত, ডিজিটাল পার্টনার জোমাটো, এন্টারটেনমেন্ট পার্টনার addatimes.com। ভাল খাওয়া-দাওয়ার পাশাপাশি প্রতিদিন সন্ধেয় ছিল ব্যান্ডের পারফরমেন্স। এছাড়াও ছিল হ্যাংলা-সংবাদ প্রতিদিন কফি হাউস ঘণ্টায় ঘণ্টায় লাকি ড্র। প্রতি ঘণ্টায় পাঁচ সৌভাগ্যবানের হাতে উঠে গেল সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে পুরস্কার। সব মিলিয়ে দারুণ কাটল তিনদিন। যা বাড়তি তাগিদ দিল পরবর্তী খাদ্যমেলার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

হ্যাংলা শো-কেস

সাবস্ক্রাইব করুন

আমাদের অনলাইন স্টোরে আপনাকে স্বাগতম

1
Latest Magazine