Read Time:36 Second
ছেলের বন্ধু চিকুর ফরমাইশ ‘অ্যান্টি তোমার স্পেশাল কফি খাওয়ায়’, কফি দিতে তর সইল না। মুখে দিয়েই উরে বাবারে। আমি বললাম,’পোড়ালে তো জিভটা, একটু জুড়িয়ে গেলেই তো গিলতে পারতে কফিটা। উড়ে যাচ্ছিল নাকি।’ বলতে বলতেই জিভের পোড়া জায়গায় দিলাম একটু নুন। কিছুক্ষণ পরই দেখি চুকুস চুকুস করে আবার শুরু কফি খাওয়া। বুঝলাম জ্বলন কমেছে তা হলে।