Read Time:24 Second
আমার বান্ধবী মিতা, পেশায় সাংবাদিক। এত সিগারেট খায়! ঠোঁটটাই কেমন কালচে হয়ে গেছে। না বলে পারলাম না, ‘মিতা কাঁচা দুধে তুলো ভিজিয়ে সারা ঠোঁটে ঘষে নিবি। এরকম করলে ২ মাসেই ঠোঁটে লালচে ভাব ফিরবে; আর অত ধোঁয়া খাস না তো।’