Read Time:27 Second
হঠাৎ সেদিন রুমকির ফোন। বলে কী ‘ও কাকিমণি আমার কর্তা বাজার থেকে প্রায় ২ কিলো টমেটো এনেছে, সব ক’টা কাঁচা। এখন কী করি?’ বললাম,’এই ঘাবড়াস না, একটা পেপারব্যাগে টমেটোগুলোর মধ্যে একটা আপেল রেখে ঘরের এক কোণে ফেলে রাখ। ২ দিনের মধ্যে সব টমেটো পেকে যাবে।’