Read Time:31 Second
আমার ভাশুরের ছেলে পাবলোর বিয়েতে দেখা হল আমার বড় ননদ লাবণ্যের সঙ্গে। খুব সুন্দর করে সেজেছে কিন্তু কনুইয়ের কালো ছোপ পুরো ব্যক্তিত্বের ১২টা বাজিয়ে দিচ্ছে। বললাম, ‘এই লাবু যখন অবসর পাবে লেবুর খোসায় চিনি লাগিয়ে কনুইয়ের দাগের ওপর ঘষবে, দেখবে কনুই আগের রঙ ফিরে পাবে।’