শারদ পাতে

0 0
Read Time:1 Minute, 22 Second

 

কাশফুল-শিউলি-ছাতিমের গন্ধ যদিও এখন দিকশুন্যপুরে। তবুও ক্যালেন্ডারে বাঙ্গালির কাউন্ট ডাউন শুরু। বঙ্গবাসীর বুকে আনন্দের আগমনি। দুর্ভোগ-দুর্ঘটনা-বিপর্যয়-বিপন্নতার কালো মেঘ সরিয়ে উৎসবকে আলিঙ্গনের জন্য প্রস্তুত সকলে। পুজো মানেই পেটপুজো একথা কী আর বলার অপেক্ষা রাখে? থাকছে দেশের পাঁচ মহাশেফের স্বাদকাহন থেকে কলকাতার বিখ্যাত শেফদের পঞ্চব্যঞ্জন। হ্যাংলা ক্লাবের দশভুজাদের নিরামিষ পোলাও, রন্ধনপটিয়সীদের বিজয়ার দশ রকম মিষ্টির পাশাপাশি, ফুড ব্লগারদের বাতলে দেওয়া তিলোত্তমার স্ট্রিট ফুড কড়চা। এছাড়াও থাকছে স্বর্ণযুগের গায়িকা এবং বর্তমান যুগপুরুষদের পুজোর খাওয়া নিয়ে নস্টালজিয়া। ঘর-বাহির সামলানো এ যুগের স্বয়ংসিদ্ধাদের দৈনন্দিন সংগ্রাম কাহিনিও থাকছে পুজোর পাঁচালিতে। অতএব, পুজোর হ্যাংলামি জিন্দাবাদ।

About Post Author

Charlesses

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %