Read Time:1 Minute, 3 Second
রোজ রোজ রেস্তোরাঁর খাবার খেয়ে শরীর অসুস্থ? পকেটেও গড়ের মাঠের অবস্থা? আর বাড়ির একঘেয়ে খাবারেও নাক সিটকোয় পরিবারের সকলে। এবার এই সব সমস্যা থেকে মিলবে চটজলদি সমাধান। এবারের মলাট কাহিনি রেস্তোরাঁর রান্না বাড়িতেই। মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল, উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, ইতালিয়ান, ফ্রেঞ্চ রান্না এখন খুব সহজ। উপকরণ? ঘরের সমস্ত উপাদানেই তৈরি করুন অসাধারণ সব রান্না। এতদিন যা খেতে ছুটতেন নামী দামি হোটেল, রেস্তোরাঁতে। এবার ছুটোছুটির হাত থেকে ছুটি। কারণ হ্যাংলা জুড়ে এবার রেস্তোরাঁর নানা পদের স্বাদু বিন্যাস ঘরোয়া উপকরণ ও প্রণালীতে।