মহাভোজ
18 Dec 2015 | Comments 0
মহা উৎসবে হ্যাংলা বাঙালির চেটেপুটে মহাভোজ। ঢাকে কাঠি পড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু বাঙালির মনে পুজোর বাদ্যি বেজে উঠেছে এখনই। পুজো মানেই পেট পুজোর অঢেল আয়োজন। এমনিতেই কথায় বলে সব পুজোর সেরা পেটপুজো। তো পুজোর দিনগুলোয় পেট পুজোর উদযাপন আরও বেশি মাত্রায় হবে এ আর নতুন কি! হ্যাংলার পাতা জুড়ে তাই মহাভোজের আয়োজন। শেফের রান্না থেকে মায়ের হাতের আমিষ-নিরামিষ, পাঁচ তারার ভোজ থেকে রেলপথের আহার। আছে অন্য ধরনের পুজো উদযাপনের খাওয়া-দাওয়ার হাল হদিশ। সবশেষে রয়েছে শুভ বিজয়ার মিষ্টি মুখের উচ্ছ্বাস।