কেক কিংবা কাবাব
6 Jan 2016 | Comments 0
ডিসেম্বর মানেই পার্টি সিজন। আর ডিসেম্বরের রাত পার্টির আসরে কেক এবং কাবাব- দু’জনেই সমান জনপ্রিয়। হ্যাংলার পাতায় তাই কেক-কাবাব কড়চা। ডিসেম্বর মানে ফাঁটা ঠোঁটে কফির কাপে চুমুক। ডিসেম্বর মানে কমলালেবু আর র্যাকেট ঝলায় পুরে চিড়িয়াখানা থেকে মেলায় ঘুরপাক। ডিসেম্বর মানে পার্টি-ককটেল-কেক-কাবাব। হ্যাংলা জুড়ে তাই কেকের মিঠে আমেজ আর কাবাবের উষ্ণতা। ইচ্ছেমতো ডিসেম্বরকে উদযাপন করার সুলুক সন্ধানের পাশাপাশি থাকছে মুর্শিদাবাদের এবং অওধের নবাবের খানাখাজানার খোঁজ। হ্যাংলার পাতায় এবার কেক এবং কাবাবের যৌথ ভোজনবিলাস।