Read Time:45 Second
উপকরণঃ– হুইস্কি (৬০ মিলি), দারচিনি গুঁড়ো (৫ গ্রাম), থাইমের গুঁড়ো (৫ গ্রাম), টক- মিষ্টি মিশ্রণ (স্বাদ অনুযায়ী), ব্ল্যাক টি (১৫০ মিলি), বরফের বল বা বরফের টুকরো ।
সাজানোর জন্যঃ– গোল করে কাটা লেবু, থাইম স্টিক।
প্রণালীঃ– একটা হুইস্কি গ্লাসে হুইস্কি, দারচিনি গুঁড়ো, থাইম, টক- মিষ্টি মিশ্রণ নিয়ে বরফের বল দিন। আর ওপর দিয়ে দিন ব্ল্যাক টি। দারচিনির টুকরো, থাইম স্টিক আর লেবুর স্লাইস করা টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।