Read Time:1 Minute, 0 Second
আপনার বাড়ির খুদে সদস্যকে টিফিনে যা দিচ্ছেন সব আবার ব্যাক টু হোম? বানিয়ে দিন হেলদি টেস্টি ভেজ চিজ স্যান্ডউইচ। দেখে নিন কেমন করে তৈরি করবেন এই রেসিপি।
উপকরণঃ- পাউরুটি (২ পিস), শসা-টমেটো (গোল করে কাটা), লেটুস, মেয়োনিজ, মাখন, নুন, গোলমরিচ।
প্রণালীঃ- পাউরুটি তিন কোনা করে কেটে নিন। এবারে প্রতিটি পিসে মেয়োনিজ লাগিয়ে নিন। তারপর মাখন ব্রাশ করুন। এবারে পরপর সবজি সাজিয়ে নিন পাউরুটিতে। নুন ও গোলমরিচ ছড়িয়ে আরেকটি পাউরুটি দিয়ে চাপা দিন। এবারে পরিবেশন করুন। যদি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে স্যান্ডউইচের পাশে রেখে বাচ্চাদের খেতে দেন, তাহলে আরও জমে যাবে।