Read Time:36 Second
লক্ষ্মীপুজোর দিন আমার হাতের লুচি খেয়ে পাশের ফ্ল্যাটের দেবাশিসদা জিজ্ঞেস করেই ফেললেন, ‘বৌদি এত ফুলকো লুচি বানালেন, কোনও রহস্য টহস্য?’ দেবাশিসদার বেটার হাফ মুনমুনকে বললাম, ‘শোন ময়দা মাখার সময় সামান্য সুজি মিশিয়ে নিস। তারপর বেলে ভাজলেই দেখবি লুচি কীরকম ফুলে ওঠে। তোর লুচি ফুলবে- বাকিরাও জ্বলবে।’