রঞ্জনবাবুর কোলেস্টেরল প্রচণ্ড হাই। হার্টে ব্লকেজ প্রায় সিক্সটি পারসেন্ট। ডাক্তারবাবুর কড়া নিষেধ তেলে ঝালে খাবার নৈব নৈব চ। তিন্নির বয়েস মাত্র বাইশ। এর মধ্যেই তেল, মশলাদার খাবারে রুচি নেই এক্কেবারে। রোজ মায়ের সঙ্গে এই নিয়ে বিশ্বযুদ্ধ বেধে যায়। রঞ্জনবাবুর স্ত্রী বা তিন্নির মায়ের মতো অনেকেই এই সমস্যায় জর্জরিত। তেল ছাড়া রান্না! নামমাত্র তেলে রান্না!…