সন্ধ্যার জল খাবারে রোজ মুড়ি শিঙাড়া আর চা খেতে খেতে বিরক্ত? রোজ রোজ নতুন কী বানাবেন ভেবে পাচ্ছেন না? সামান্য উপকরনেই বানাতে পারেন টু ইন ওয়ান ভেটকি রোল।দেখে নিন এই রেসিপি বানাতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী। উপকরণঃ- ভেটকি মাছের ফিলে মাটন কিমা আলু সেদ্ধ নুন চিনি পেঁয়াজ বাটা আদা-রসুন বাটা কাঁচালঙ্কা বাটা ধনেপাতা বাটা অল্প…