উপকরণঃ- আনারস (১ টি মাঝারি সাইজের), গোবিন্দভোগ চাল (আধ কেজি), গাজর টুকরো করে কাটা, গ্রিন বিনস্ টুকরো করে কাটা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, ঘি, চিনি, নুন। প্রণালীঃ- আনারস অর্ধেকটা ডুমো ডুমো করে কাটা। কোরানো আনারসকে চিপে রস বের করে, সেই রসটা ফোটিনো চালের মধ্যে দিয়ে ভাতটা ছেঁকে নিন। কড়াইতে তেল/ঘি দিয়ে তাতে তেজপাতা এলাচ, লবঙ্গ,…