শীতের ডিনারে হঠাৎ-ই কিছু টেস্টি স্পাইসি খেতে ইচ্ছে করছে? ফ্রিজে ডিম ছাড়া কিছুই নেই? চিন্তা নেই ডিম দিয়েই বানিয়ে নিন টেস্টি টেস্টি ডিমের কোর্মা। দেখে নিন কেমন করে তৈরি করবেন এই রেসিপি। উপকরণঃ সেদ্ধ ডিম (৩টি), পেঁয়াজ বাটা (১ কাপ), কাজুবাদাম (১০-১৫টি), তেজপাতা (৩টি) গোলমরিচ গুঁড়ো (আধ চা-চামচ), ধনে গুঁড়ো (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১…