সিজন যাইহোক না কেন সারাদিনের শেষে যদি ঠান্ডা এক গ্লাস দই ঘোল পাওয়া যায়, সারাদিনের ক্লান্তি নিমেষে মুছে যায়। দই-র ঘোলে দিন আমের ট্যুইস্ট বানিয়ে নিন আমসত্ত্বের ঘোল। দেখে নিন কেমন করে তৈরী করবেন এই আমসত্ত্বের ঘোল। উপকরণঃ- টকদই, আমসত্ত্ব, নুন, চিনি, চাটমশলা। প্রণালীঃ- ১ বাটি টকদই ভাল করে ফেটিয়ে নিন। এবার ২টি আমসত্ত্ব ছোট…