গরম গরম ডাল-ভাত হোক বা গরম গরম পরোটা, সঙ্গে যদি থাকে চটপটা স্বাদের আচার। তবে জাস্ট জমে যাবে! বাজারে নানান স্বাদের আচার পাওয়া গেলেও বাড়িতে তৈরি আচারের স্বাদ সব সময়ই আলাদা হয়। দেখে নিন শীতের ফ্রেশ গাজর, টমেটো আর লঙ্কা দিয়ে কেমন করে তৈরি করবেন টেস্টি টেস্টি টক-ঝাল স্বাদের আচার। উপকরণঃ- টমেটো (৩টি), কাঁচালঙ্কা (৫০…