মাছ মাংস খেতে আর রুচি লাগছে না? তাহলে সবজি আর সামান্য কিছু মশলা দিয়ে বানিয়ে নিন ভিন্ন প্রদেশের একটি অসামান্য টেস্টি রেসিপি সাম্ভারিয়া। দেখে নিন এই দুর্দান্ত রেসিপি বানাবার সমস্ত উপকরণ ও সম্পূর্ণ প্রণালী। উপকরণঃ- ছোট আলু, ছোট পেঁয়াজ, ছোট বেগুন, পটল, ধনেপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, হিং, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো,…