শীতের তাজা ও মিষ্টি স্বাদের মুলোর তো নানা ধরনের রেসিপিই খেয়েছেন। এবার একবার তাজা মুলো দিয়ে তৈরী করে নিন মুলোর কাবাব। সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে এই গরমাগরম কাবাব জমিয়ে দেবে আপনার টি-পার্টি। উপকরণঃ- মুলো (৫০০ গ্রাম), পুদিনা পাতা (আধ আঁটি) ও আদা (২ ইঞ্চি) (বাটা), ধনেপাতা (১ আঁটি), কাঁচালঙ্কা (২টো কুচি), গোলমরিচ গুঁড়ো (১/৪ চা-চামচ), দারচিনি…