শীতের সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে বাড়িতে চায়ের আড্ডা রেখেছেন? চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিন স্টাফড টমেটো। মাছের পুর আর মশলার পারফেক্ট কম্বিনেশন জাস্ট জমিয়ে দেবে আপনার চায়ের আড্ডা। কেমন করে তৈরী করবেন এই রেসিপি দেখে নিন। উপকরণঃ- টমেটো, রুই মাছ, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো…