চায়ের সঙ্গে কিছু চটজলদি তৈরী হয়ে যাওয়া চটপটা স্বাদের নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি খুঁজছেন? তাহলে পনির দিয়ে তৈরী দুর্দান্ত রেসিপি স্টার ফ্রায়েড পনির বানিয়ে নিতে পারেন। দেখে নিন এই রেসিপি কীভাবে তৈরী করবেন। উপকরণঃ- পনির (লম্বা করে কাটা) (২০০ গ্রাম), শুকনো লাল লঙ্কা (২টো), আদা (১ চা-চামচ) (জুলিয়েন করে কাটা), কুচনো কাঁচালঙ্কা (২ চা-চামচ), টমেটো…