ইলিশ-চিংড়ির লড়াই ছাড়ুন! চিংড়ি দিয়ে বানিয়ে নিন চিংড়ির পাতুরি। গরম ভাতের পাতে সহজ ও সুস্বাদু এই রেসিপি জাস্ট জমে যাবে। দেখে নিন কেমন করে তৈরী করবেন এই রেসিপি। উপকরণঃ- বড় চিংড়ি মাছ (২০টি), পুঁই পাতা (গোটা কয়েক), সর্ষে বাটা (আধ কাপ), পোস্ত বাটা (১ টেবল টেবল চামচ), চিনাবাদাম বাটা (১ টেবল চামচ), হলুদ গুঁড়ো (আধ…