ডিনারের শেষপাতে একটা ডেজার্টের আইটেম থাকলে মনটা জাস্ট ভাল হয়ে যায়। বাঙালির ডেজার্ট মানেই তো গরম রসগোল্লা। সেই রসগোল্লা দিয়েই একবার ট্রাই করে দেখতে পারেন রসগোল্লার পুডিং। দেখে নিন কেমন করে তৈরি করবেন এই রসগোল্লার পুডিং। উপকরণঃ- রসগোল্লা (১০টি, ছোট), ডিম (৬টি), চিনি (১৫০ গ্রাম), ভ্যানিলা এসেন্স (৩ মিলি), দুধ (আধ লিটার), পেস্তা কুচি (১০…