বাঙালি হয়ে লুচি পরোটা খাবেন না তা আবার হয় না কি? যদিও আলুর পরোটা, গোবি পরোটা বা মুলোর পরোটা এই কনসেপ্টটা একটু অবাঙালি হলেও, ট্রাই করে দেখতে কিন্তু মানা নেই। শীতের তাজা মুলো দিয়ে ছুটির দিনের জলখাবারে বা ডিনারে বানিয়ে নেবেন না কি মুলোর এলোঝেলো পরোটা? দেখে নিন কেমন করে তৈরী করবেন এই পরোটা। উপকরণঃ-…