লক্ষ্মীপুজোর অতিথি আপ্যায়ণে রাখুন সুস্বাদু শাহি ফ্রুটস পোলাও। কেমন করে তৈরী করবেন এই রেসিপি দেখে নিন। উপকরণঃ-সেদ্ধ বাসমতী চাল (১৫০ গ্রাম), ড্রাই চেরি (১-১টি), গ্রেটেড আপেল ( ১ টেবল চামচ), আপেলের টুকরো-আঙুর-বেদানা (১ চামচ করে), দুধ, কেশর, নুন, চিনি, ঘি। প্রণালীঃ- কড়াইতে ঘি গরম করে তাতে ফলগুলো হালকা ভেজে তুলে রাখুন। কেশর দুধে ভিজিয়ে দিন।…