শীতের দুপুরে টকমিষ্টি কুলের আচার হলে কেমন হয় বলুনতো? বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলি কুলের মোরব্বা। দেখে নিন কেমন করে তৈরি করবেন এই রেসিপি। উপকরণঃ-নারকেলি কুল (২৫০ গ্রাম), চিনি (১২৫ গ্রাম), পাতিলেবু (১টি) বা গন্ধরাজ লেবুর রস (২ চামচ), নুন (১ চা-চামচ), জোয়ান (১ চা-চামচ) (শুকনো খোলায় ভাজা)। প্রণালীঃ- কুল ধুয়ে একটা কাঁটা চামচ দিয়ে তার…