শীতের ডিনারে ইটালিয়ান রেসিপি খেতে ইচ্ছে হলে বানিয়ে নিন ভেজ ফ্লোরেন্টাইন। সামান্য উপকরণ আর কম সময়ে চিজি ও টেস্টি এই রেসিপি কীভাবে তৈরি করবেন এই রেসিপি দেখে নিন। উপকরণঃ- পালং শাক (২০০ গ্রাম), রসুন কুচি (২০ গ্রাম), মাখন (৫০ গ্রাম), পার্সলে পাতা (সামান্য), চিজ (৭৫ গ্রাম), সেদ্ধ করা চাল (৫০ গ্রাম), নুন (সামান্য), চেরি (গার্নিশিং-এর…