সন্ধ্যাবেলার যে কোনো পার্টিতে স্ন্যাক্সে রাখতে পারেন ভেটকি মাছের সুস্বাদু পদ চিজ ফিশ রোল। দেখে নিন সাধারণ ফিস রোলের থেকে ভিন্ন স্বাদের এই ফিস রোল তৈরী করতে প্রয়োজনীয় উপকরণ ও প্রণালী। উপকরণঃ- নুন, ভিনিগার ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখা ভেটকি মাছের টুকরো, চিজ স্লাইস, রসুন বাটা, আদা বাটা, কাঁচালঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, ধনেপাতা কুচি,…